The news is by your side.

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌরভ গাঙ্গুলী

0 116

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী।

শুক্রবার  সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন সৌরভ।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, এমপি ও সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী।

এর আগে বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকায় আসেন সৌরভ গাঙ্গুলী।

এরপর রাতে দীর্ঘ দিনের বন্ধু ইফতিখার রহমান মিঠুর গুলশানের বাসায় নৈশভোজে আপ্যায়িত হন সৌরভ ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী। ওই ডিনারে উপস্থিত ছিলেন নাইমুর রহমান দুর্জয়, আতাহার আলীসহ বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের একটা অংশ।

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দুপুরে গুলশানের ‘ফ্যাট এমপেরোর’ রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ সারেন সৌরভ। এর কিছুক্ষণ পরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন এই কিংবদন্তি।

Leave A Reply

Your email address will not be published.