The news is by your side.

ঢাকায় পৌঁছেছেন ‘প্রিন্স অব কলকাতা’ সৌরভ গাঙ্গুলী

0 154

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের বিদায়ী সভাপতি সৌরভ গাঙ্গুলী বাংলাদেশে এসে পৌঁছেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করতে ঢাকায় এসেছেন ‘প্রিন্স অব কলকাতা’ খ্যাত কিংবদন্তি এই ক্রিকেটার।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালেই ঢাকায় নামার কথা ছিল সৌরভ গাঙ্গুলীর। তবে ফ্লাইট জটিলতায় অনেকটা দেরিতেই এসে পৌঁছেছেন তিনি। বিকেল ৩টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সৌরভ।

বাংলাদেশে পা রেখে সৌরভ গাঙ্গুলী মেয়র কাপ উদ্বোধনের জন্য বিকেল পৌনে ৪টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে যান। এই অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আগামী মার্চ মাসে শুরু হবে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপ। এই টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবল ও ভলিবল ক্যাটাগরিতে উক্ত সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন

 

 

80%
Awesome
  • Design

Leave A Reply

Your email address will not be published.