The news is by your side.

ছেলের সঙ্গে ছবি প্রকাশ করে ভাষা শহিদদের শ্রদ্ধা বুবলীর

0 117

অমর একুশে ফেব্রুয়ারি আজ। দিনটি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামেও স্বীকৃত।

যাদের রক্ত ও প্রাণের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা; তাদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ থেকে তারকা অনেকেই নিজেদের অনুভূতি ব্যক্ত করছেন। তেমনই একজন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বুবলী।

মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বুবলী।

ছবিতে অভিনেত্রীকে দেখা যায় চিকন কালো পাড়ের সাদা শাড়িতে। আঁচল জুড়ে রক্তলাল সূর্যের প্রতীক আর তার চারপাশে বাংলা বর্ণমালার নকশা।

নিজের শাড়ির সঙ্গে মিলিয়ে ছেলে বীরের পাঞ্জাবির নকশা করিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে বুবলী লেখেন- ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।’

 

Leave A Reply

Your email address will not be published.