তুরস্কের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে সোমবার ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইসরাইলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরাইল। এক বার্তায় সেই ব্যক্তি জানিয়েছেন, এ যুদ্ধ বন্ধে অবশ্যই ইসরাইল রাষ্ট্রের এগিয়ে আসা উচিত।
প্রতিবেদনে দাবি করা হয়, কুর্দিদের এখন ভরসা-ইসরাইলের ইহুদিরা তাদের অবহেলা করবে না। তারা বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযানে নারী ও শিশুদেরও প্রাণহানি হচ্ছে। অস্ত্রবিরতির মার্কিন ঘোষণার পরও তুরস্কের সঙ্গে কুর্দিদের সামান্য লড়াই চলছে। ওয়াশিংটন মদদপুষ্ট সংগঠন এসডিএফ আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে যুক্ত ছিল। তবে তুরস্ক ও ইউরোপিয়ান ইউনিয়ন তাদের জঙ্গী-সন্ত্রাসী সংগঠন মনে করে।
কুর্দি গেরিলাদের সংগঠন এসডিএফের এক কর্মকর্তা বলেন, আমার বিশ্বাস ইহুদী জনগণ আমাদের কুর্দি জনগণের ভালোর জন্য বর্তমান বিপজ্জনক পরিস্থিতিতে এগিয়ে আসবে। আমাদের আশা, তুর্কি ‘সন্ত্রাসীদের’ হাত থেকে আমাদের রক্ষায় তারা কোনো অবহেলা করবেন না।