বাংলার জনপ্রিয় শিল্পী অর্ণব। ব্যস্ত সময় কাটচ্ছেন কোক স্টুডিও বাংলা নিয়ে। দ্বিতীয় সিজন শুরুও হয়েছে। এই সিজনে কদিন আগেই মুড়ির টিন নামের একটি গান মুক্তি পেয়েছে। এই গান নিয়ে প্রচারণা চলছে, অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনভাবে সাড়া জাগাতে পারেনি। যদিও ভিউয়ের পরিমাণ বেশ, এখন পর্যন্ত ৪৪ লাখ বার ভিডিওটি স্ট্রিম হয়েছে।
এদিকে, এই গান মুক্তির পর অর্ণবের দেখা মিলল ভারতের গোয়া সমুদ্র সৈকতে। সেখানে স্ত্রী সুনিধি নায়েককে নিয়ে ছুটি কাটাচ্ছেন। ফেসবুক হ্যান্ডেলে বেশকিছু ছবি পোস্ট করেছেন। সাগড়পাড়ের সেসব ছবির অভিব্যক্তিতে বোঝা যাচ্ছে সমুদ্র সঈকতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন।
ঘুরতে ভালোবাসেন অর্ণব। সময়-সুযোগ পেলেই তাই ঘুরতে বের হন। পাহাড় আর সমুদ্র তাঁকে বেশি টানে। তাই এবার সুযোগ পেয়েই ছুটে গেলেন ভারতের জনপ্রিয় পর্যটন রাজ্য গোয়ায়। সেখানে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রীকে সঙ্গে নিয়ে।
অর্ণব ও সুনিধির এই অ্যালবাম শতাধিক শেয়ার হয়েছে। ভক্তদের কেউ নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করে লিখেছেন, ‘এটাই জরুরি খবর, হারিয়ে গিয়েছে অর্ণব ভাই।’
আবার মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘ইন্সপায়ার্ড হয়ে গেলাম। আমিও বউ নিয়ে যাব সাগরপাড়ে। আপনাদের জন্য শুভকামনা।