The news is by your side.

হঠাৎ ইউক্রেন সফরে বাইডেন

0 119

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সফরে গিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ড থেকে ট্রেনে চড়ে ইউক্রেন গেছেন তিনি। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের আকস্মিক এ সফর নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

সোমবার কিয়েভে পৌঁছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র সরবরাহের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন।

রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তির চারদিন আগে উচ্চ-নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বাইডেন এই ঝটিকা সফরে গেলেন।

বিশ্লেষকরা বলছেন, এমন সময় বাইডেনের ইউক্রেন সফর বিশেষ তাৎপর্য বহন করে। মার্কিন প্রেসিডেন্টের আকস্মিক এই সফর ঘিরে কিয়েভে আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক ব্যস্ততা ও তোড়জোড় দেখা গেছে।

এর আগে পোল্যান্ড সফরে যান বাইডেন। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুজার সঙ্গে সাক্ষাতের পর তিনি আকস্মিকভাবে ইউক্রেন সফরে যান। আইনশৃঙ্খলাবাহিনী কিয়েভের আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যবস্থা বন্ধ করে দেয়।

 

Leave A Reply

Your email address will not be published.