আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া প্রায় ৮ বছর খেলেছেন পিএসজিতে। ফরাসির এই দলটিতে লিওনেল মেসির সঙ্গেও খেলেছেন একটি মৌসুম। বর্তমানে জুভেন্টাসের হয়ে খেলা ডি মারিয়া শেয়ার করেছেন পিএসজির কিছু অভিজ্ঞতা।
ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমকে দেওয়া সাক্ষাতকারে দি মারিয়া বলেন, ‘এমবাপ্পেকে অনেক ক্ষমতা দিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট জনগণ, পিএসজি তাকে অনেক গুরুত্ব দেয়। সে যখন ক্লাব ছাড়তে চায়, তখনই তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেওয়া হয়। বিষয়টি দৃষ্টিকটু। যেহেতু মেসির মতো বিশ্বসেরা তারকা আছে, তাকে ক্ষমতা না দিয়ে এমবাপ্পেকে ক্ষমতা দিয়ে মেসিকে উপেক্ষা করা হয়েছে বলে আমি মনে করি।’
ডি মারিয়া আরো বলেন, ‘এমবাপ্পেকে সব ক্ষমতা দেওয়ার কারণ হলো সে ফ্রান্স জাতীয় দলের ফুটবলার। সে দেশটিতে জন্মগ্রহণ করেছে। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছে ও। সামনে তার উজ্জ্বল ক্যারিয়ার পড়ে আছে। আমি যখন পিএসজিতে ছিলাম সে খুব ছেলে ছিল। আমি মনে করি না যে সে বদলে গেছে।’
৩৫ বছর বয়সী ডি মারিয়ার মতে, ’এমবাপ্পে ফ্রান্সের ফুটবলার। সে দেশটির হয়ে বিশ্বকাপ জিতেছে। আর হয়তো এসব কারণেই তাকে সব ক্ষমতা দেয়া হয়েছে।’