কঙ্গনা রানাউত। আমির খানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। মিস্টার পারফেকশনিষ্টকে তিনি ‘বেচারা ভাওতাবাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন।
শোভা দের বই প্রকাশের অনুষ্ঠানে এসেছিলেন আমির খান। তাকে জিজ্ঞেস করা হয়েছিল শোভা দের বায়োপিক হলে সেই ভূমিকায় কে অভিনয় করবেন। আমির এর উত্তরে বলেন, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া অথবা আলিয়া ভাট। এসময় শোভা দে কঙ্গনার কথা মনে করিয়ে দিলে আমি বলেন, কঙ্গনা দারুণ অভিনেত্রী। নানা ধরণের চরিত্রে অভিনয় করতে পারে। কঙ্গনা অবশ্যই সঠিক বাছাই হবে।
প্রশংসা করেও কঙ্গনার বিস্ফোরক মন্তব্য থেকে রেহাই পাননি আমির। সামাজিক মাধ্যমে লিখেছেন, বেচারা ভাওতাবাজ আমির খান। এমন ভান করলেন যে, তিনি জানেনই না আমিই একমাত্র অভিনেত্রী যে চারবার জাতীয় পুরস্কার জিতেছি।