The news is by your side.

রাখির স্বামীর প্রশংসায় শার্লিন চোপড়া

0 123

বলিউডের দুই ‘ড্রামা কুইন’— একে অপরের আবার চরম শত্রু। বলা হচ্ছে শার্লিন চোপড়া এবং রাখি সবন্তের কথা। সম্প্রতি মি’টু অভিযোগে রাখির নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন শার্লিন।

এ বার রাখির স্বামীর পক্ষ নিতে দেখা গেল শার্লিনকে। সম্প্রতি একটি ভিডিয়োতে শার্লিন বলেন, ‘‘এই দু’জনকে নিয়ে কীই বা বলব! তবে ওঁর সঙ্গে দেখা হওয়ার পর মনে হয়েছে ছেলেটা বুদ্ধিমান। কীভাবে এই ঝামেলায় ফেঁসে গেল ক জানে!’’ জেলে আদিলের সঙ্গে দেখা করতে যান শার্লিন। তাঁর কথায়, ‘‘আমি ওকে মুখের উপর বলেছি, কী যে করলে! কী ভাবে ফাঁসলে এই চক্করে?’’

রাখি সবন্ত এবং আদিল দুরানি কাণ্ডে সরগরম গোটা মায়ানগরী। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন আদিল। সদ্য বিবাহিত স্বামীর বিরুদ্ধে একাধিক বিরূপ মন্তব্য করতে শোনা গিয়েছে রাখিকে। সম্প্রতি আদালতে স্বামীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন রাখি। তিনি দাবি করেছেন, আদিল নাকি তাঁর নিরাবরণ মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করে ছড়িয়ে দিয়েছেন বাজারে! সেখান থেকে নাকি প্রচুর টাকাও রোজগার করছেন আদিল। এ নিয়ে পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন বিগ বস। এছাড়াও আদিলের বিরুদ্ধে চুরি এবং মারধরের অভিযোগ তো ছিলই রাখির।

পুলিশের কাছে আদিলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা দিয়েছেন রাখি। রাখির দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত ৭ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় আদিল খান দুরানিকে গ্রেফতার করে ওশিয়ারা থানার পুলিশ। ৮ ফেব্রুয়ারি আন্ধেরি আদালতে পেশ করা হয় তাঁকে।

 

Leave A Reply

Your email address will not be published.