The news is by your side.

১০১ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার ৬ জনকে

0 121

 

তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনের ধ্বংসস্তুপে ১০১ ঘণ্টা আটকে থাকার পর একটি ধসে পড়া ভবনের নিচ থেকে একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বেশ দুর্বল।

প্রতিকূল আবহাওয়ার কারণে তুরস্ক-সিরিয়ায় গত সোমবারের ভূমিকম্পে ধ্বংসস্তূপে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। চারদিনে অনেককে জীবিত বের করে আনা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্ষীণ হয়ে আসছে। তবে আশার খবর হচ্ছে, এখনও প্রাণের সন্ধান মিলছে।

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।

Leave A Reply

Your email address will not be published.