The news is by your side.

স্যাটেলাইট উৎক্ষেপণে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত

0 219

ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ করে একসঙ্গে তিনটি কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেছে ভারত।

শুক্রবার সফলভাবে ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ সংস্থা (আইএসআরও)। এতে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণের বাজার দখলের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত।

ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলটিতে (এসএসএলভি) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল- এসএসএলভি-ডি২, মার্কিনভিত্তিক ফার্ম আন্টারিস জানুস-১ ও চেন্নাই-ভিত্তিক স্পেস স্টার্ট আপ স্পেসকিডজের আজাদিস্যাট-২ উৎক্ষেপণ করা হয়। এসএসএলভি রকেটগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় পাঁচশ কেজি পেলোড নিয়ে যেতে পারে।

গত বছর ৯ আগস্ট ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলে’র প্রথম সংস্করণের উৎক্ষেপণ হয়েছিল ভারত। তবে সেই উৎক্ষেপণ পুরোপুরি সফল হয়নি। রকেটটি কক্ষপথ থেকে কিছুটা সরে গিয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.