The news is by your side.

নিজের পরিচয়েই বলিউড কাঁপাতে চান শাহরুখকন্যা সুহানা

0 123

বিনোদন ডেস্ক
যার বাবা শারুখ খান, তার নতুন করে পরিচয় আদৌ প্রয়োজন পড়ে কি? তবে কেবলমাত্র বাবার পরিচয় নিয়েই সন্তুষ্ট থাকতে রাজি নন তিনি। তাইতো বলিউডে আনুষ্ঠানিক অভিষেকের পূর্বেই নিজের মত করে নিজেকে জানান দিচ্ছেন।
শাহরুখকন্যা সুহানা খান। ২২ মে ২০০০, ভারতের মুম্বাইয়ে শাহরুখ-গৌরীর ঘরে জন্ম নেয়া সুহানা । প্রতিদিন নিজের খোলামেলা পোশাকের ছবি পোস্ট করছেন। মাঝেমধ্যে জড়াচ্ছেন বিতর্কে।
মাঝেমধ্যে গুঞ্জন থাকলেও এখনও পর্যন্ত কোনো প্রেমে জড়াননি সুহানা খান। আপাতত বলিউড নিয়েই ভাবতে চান শাহরুখ কন্যা।
সুহানা খান একজন ভারতীয় হিন্দি সিনেমার অভিনেত্রী এবং বলিউড ইন্ডাস্ট্রির কিং খান অর্থাৎ শাহরুখ খানের মেয়ে। স্টার কিডস হওয়ার জন্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সুহানার প্রচুর ভক্ত রয়েছে।
শাহরুখ খানের মেয়ে সুহানা খান মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে তার স্কুল জীবনের পড়াশুনা করেছেন। স্কুলের পড়াশুনা শেষ করে সুহানা লন্ডনের আরডিংলি কলেজ থেকে স্নাতক করেন। সুহানা স্কুল কলেজে পড়াশুনায় বেশ ভালো ছিল। স্নাতক ডিগ্রি করার পর তিনি নিউ ইয়র্ক থেকে অভিনয়ের উপর একটি কোর্সও করেন।
সুহানার প্রতিভা কেবল খেলাধুলা, নাচ এবং অভিনয়েই সীমাবদ্ধ নয়। তিনি একজন খুবই ভালো গল্প লেখিকা এবং তিনি কথা ন্যাশনাল স্টোরি রাইটিং প্রতিযোগিতায় জেতেন।
সুহানা ছোট থেকে পড়াশুনার সাথে ফুটবলের প্রতি খুবই আগ্রহী ছিলেন। তার বাবা মা প্রথম থেকেই তার সবকিছুতে সমর্থন করতেন এবং এমনকি তার বাবা শাহরুখ খান তাকে ফুটবল নিয়ে ক্যারিয়ার গড়তেও অনুপ্রেণীত করেন।
সুহানা সোশ্যাল মিডিয়ায় তার ছোট ভাইয়ের সাথে সমুদ্র সৈকতে তার বিকিনি পরা ছবি শেয়ার করেন। ছবিটি শেয়ার করার সাথে সাথে বিতর্কে পড়েছিল এবং ছবিটিতে অনেক বিতর্কিত মূলক মন্তব্য হয়েছিল।
অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অভিনেত্রী অন্যন্যা পান্ডে এবং ভাগ্নে আহান পান্ডে তার খুব ভালো বন্ধু।
তিনি পপ স্টাইলের নাচ পছন্দ করেন এবং তিনি বিখ্যাত কোরিওগ্রাফার শাইমাক দাওয়ারের ড্যান্স একাডেমিতে অংশ নিয়েছিলেন।
জোয়া আখতারের পরিচালনায় দ্য আর্চিজ মুভি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা। সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।

Leave A Reply

Your email address will not be published.