তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় উদ্ধারকাজ পরিচালনার জন্য বাংলাদেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল আজ তুরস্কে যাচ্ছে।
বুধবার বিমানবাহিনীর সি-১৩০ বিমানে করে রাত ১০টায় তারা তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করবেন।ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চল। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অসংখ্য ব্যক্তি। এমন দুর্যোগে দেশটির পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহল।
তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ থেকে উদ্ধার কাজে যোগ দিতে ১২ সদস্যের একটি দল চূড়ান্ত হয়েছে। এর মধ্যে একজন উপপরিচালক, দুজন সহকারী পরিচালক, একজন উপসহকারী পরিচালক, একজন সিনিয়র স্টেশন অফিসার, একজন লিডার এবং বাকি ছয়জন ফায়ারফাইটার।
ফায়ার সার্ভিস জানায়, তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধার কাজে যোগ দিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে তুরস্কে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে তারা যাচ্ছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে যারা যাচ্ছেন তারা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপের স্ট্যান্ডার্ড অনুযায়ী বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা বিষয়ে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করায় আমরা সম্মানিত বোধ করছি। বর্তমান সরকারের সময়ে ২০১৫ সালে নেপালে সংঘটিত ভূমিকম্পে পর্যবেক্ষক হিসেবে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছিলেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের এটিই প্রথম বিদেশ গমন।