The news is by your side.

 ‘অল টু ওয়েল’ মিউজিক ভিডিওর জন্য গ্র্যামি জিতেছেন টেইলর সুইফট

0 152

 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। এতে সেরা মিউজিক ভিডিওর ক্যাটাগরিতে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন মার্কিন পপ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী টেইলর সুইফট।  ক্যারিয়ারের ১২তম গ্র্যামি অর্জন করলেন এই গায়িকা।

‘অল টু ওয়েল’ শিরোনামে মিউজিক ভিডিওর জন্য এই আসরে গ্র্যামি জিতেছেন টেইলর সুইফট।

মার্কিন এই গায়িকা ২০১০ সালে চারটি, ২০১২ সালে দুটি, ২০১৩ সালে একটি, ২০১৬ সালে তিনটি ও ২০২১ সালে একটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেন।

এই আসরে চারটি গ্র্যামি জিতে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের ইতিহাস করেছেন মার্কিন তারকা বিয়ন্সে। ক্যারিয়ারে মোট ৩২টি গ্র্যামি অর্জনের মাধ্যমে জর্জ সলতির দুই দশকের বেশি সময়ের রেকর্ড ভাঙলেন বিয়ন্সে।

Leave A Reply

Your email address will not be published.