The news is by your side.

রোনালদোকে ছাপিয়ে ইউরোপ সেরা ফুটবলার এখন মেসি

0 228

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সমৃদ্ধ সাফল্যের ঝুলিতে যোগ হলো নতুন অর্জন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবলারদের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিক বনে গেলেন তিনি। পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে তিনি টপকে গেলেন ৮৪ ম্যাচ কম খেলেই।

বুধবার ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মঁপেলিয়েকে ৩-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের ৭২তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা মেসি।

এতেই ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসির দখলে। এই রেকর্ড গড়ার মাধ্যমে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ছাড়িয়ে যান পর্তুগিজ তারকা সিআর সেভেনকে।

ইউরোপিয়ান লিগে মেসির স্পেন ও ফ্রান্সের ঘরোয়া ফুটবলে পা পড়েছে। যেখানে সব মিলিয়ে ৮৩৫ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৬৯৭ টি। বার্সেলোনার হয়ে ৬৭২ ও পিএসজির জার্সিতে ২৫ গোল করেন তিনি।

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি’আতে খেলা রোনালদো ৯১৯ ম্যাচে করেন ৬৯৬ গোল। এর মধ্যে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ এবং জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেছেন এই পর্তুগিজ।

এদিকে অ্যাসিস্টের দিক দিয়েও রোনালদোর চেয়ে বেশ এগিয়ে রয়েছেন মেসি। ইউরোপে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অ্যাসিস্ট সংখ্যা ২৯৭ টি। বিপরীতে রোনালদো মেসির চেয়ে ১০০টি কম অ্যাসিস্ট নিয়ে করেছেন ১৯৭টি।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.