The news is by your side.

নচিকেতার ডিভোর্স, মেয়ে ধানসিঁড়ি -বললো বেশ মজা লেগেছে!

0 179

বলিউড – টলিউড জুড়ে বহু জনপ্রিয় জুটির সম্পর্ক শেষ!  ভেঙে গিয়েছে বহুবছরের বিয়ে। বছরের শুরুতে এরকম ইঙ্গিত দিলেন বাংলার জনপ্রিয় গায়ক।

নচিকেতা। এককালে বাঙালি ছেলেদের কষ্টের একটাই গলা ছিল। ‘ হাজার কবিতা, বেকার সবই তা ‘। প্রথম প্রেম, সবতেই যেন আঘাত। কিন্তু আবার কি আঘাত পেলেন গায়ক?

তাঁর হঠাৎ ফেসবুক পোস্টেই এই ইঙ্গিত পেলেন তাঁর অনুগামীরা। কী ছিল সেই পোস্টে। লিখেছেন, ‘ হ্যাপি ডিভোর্স ‘। ব্যস, নেট পাড়া তোলপাড়। কমেন্টে ভরে গেল সেই পোস্টে।

যোগাযোগ করা হয় তাঁর কন্যা ধানসিঁড়ির সঙ্গেও। তিনি থাকবেন কার পক্ষে? কিন্তু কন্যা এই বিষয়ে একটি কথাও বলেননি।

পরে রহস্য উন্মোচন হয়। নচিকেতা নিজেই আরও এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেন, ২৭ জানুয়ারি শুক্রবার আগুনপাখির প্রযোজনায়, দুপুর ১২টায় তাঁর অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব থেকে মুক্তি পাবে ‘হ্যাপি ডিভোর্স’।

গানের কথা, সুর সবই তাঁর। এরপর আবার তাঁর কন্যার সঙ্গে যোগাযোগ করায় জানা যায় যে তিনি বেশ মজাতেই ছিলেন সাসপেন্স তৈরি করে। সকলে চিন্তা করছিল কিন্তু তাও সে নিজের মুখ খোলেনি।

Leave A Reply

Your email address will not be published.