The news is by your side.

‘মানুষের সৃষ্টি বানর থেকে’ এই কথাটা পাঠ্য বইয়ে নেই : শিক্ষামন্ত্রী

মানুষ বানর থেকে আসছে এই কথাটা পাঠ্য বইয়ে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

0 136

 

শুক্রবার বিকেলে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ব্র্যাক শিক্ষা তরীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্য বইয়ে যেসব ভুল বেরিয়েছে তার অধিকাংশ ১০ বছর আগের ভুল। আমি খুব খুশি, কেননা এখন সবাই বই পড়ছে। কাজেই ভবিষ্যতে আমাদের কোনো বইয়ে আর ভুল থাকবে না।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্যক্রমে কোন বইতেই লেখা নেই মানুষের পূর্ব পুরুষ বানর, এটি নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। আমাদের বইয়ে আছে একজন শিক্ষার্থী শিক্ষককে প্রশ্ন করেছে মানুষ কি বানর থেকে আসছে। উত্তরের শিক্ষক বলেছে, না মানুষ বানর থেকে আসেনি।

শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পাঠ্যবইয়ে কী আছে আর কী প্রচার করা হচ্ছে তা তুলে ধরুন। সত্য তুলে ধরুন, সঠিকভাবে তুলে ধরুন। বইয়ে লেখা হয়েছে বানর থেকে মানুষ তৈরি হওয়ার ধারণাটি ভুল। অথচ বলা হচ্ছে ঠিক তার উল্টোটা। সবাইকে পাঠ্যবই পড়ে দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে।’ অপপ্রচার ও গুজব সৃষ্টি যাতে না হয় সে ব্যাপারে সাংবাদিকদের দায়িত্বশীল হতে বলেছেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ সহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

Leave A Reply

Your email address will not be published.