The news is by your side.

শাস্তির মুখোমুখি হতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

0 152

আর্থিক হিসাবে গরমিল করায় ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের ১৫ পয়েন্ট কেটে নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। যার ফলে সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা শঙ্কার মুখে পড়েছে তুরিনের বুড়িদের। পয়েন্ট কাটার আগে টেবিলের চতুর্থ স্থানে ছিলো জুভেন্তাস, এখন তারা নেমে গিয়েছে দশম স্থানে।

জুভেন্তাস তো শাস্তি পেয়েছেই, এবার হুমকির মুখে আছেন সাবেক-বর্তমান জুভেন্তাস খেলোয়াড়রা। যাদের বিপক্ষে অভিযোগ প্রমাণিত হলে তারাও শাস্তির মুখোমুখি হতে পারেন। যেই তালিকায় আছে ক্রিশ্চিয়ানো রোনালদোও!

জুভেন্তাসের বিরুদ্ধে অভিযোগ ছিলো, গত কয়েক বছরে খেলোয়াড় কেনা-বেচার ক্ষেত্রে সঠিক দাম বলেনি তারা। খেলোয়াড় কেনার ক্ষেত্রে বেশি দাম, বিক্রির ক্ষেত্রে কম দাম দেখিয়েছে তারা। এই অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতে।

এমনকি খেলোয়াড়দের বেতনের হিসাবও ঠিকঠাক দেয়নি জুভেন্তাস বোর্ড। উচ্চ বেতনভুক্ত খেলোয়াড়দের বেতন কম দেখিয়েছে তারা, আর খেলোয়াড়েরাও তাতে সহায়তা করেছেন বলেই ধারণা করা হচ্ছে।

এই অভিযোগ প্রমাণিত হলে যে খেলোয়াড়েরা জুভেন্তাসকে এহেন কাজ করতে সাহায্য করেছেন, তাদের শাস্তি অনিবার্য বলেই দাবি করছে ইতালিয়ান গণমাধ্যম। যে সময়কাল নিয়ে অভিযোগ, তখন জুভেন্তাসের থেকে সবচেয়ে বেশি বেতন পেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই এই বিষয়ে তার সম্পৃক্ততা পেলে শাস্তি পেতে পারেন সিআর সেভেন। যেটি হতে পারে কমপক্ষে এক মাসের নিষেধাজ্ঞা।

রোনালদো ছাড়াও জুভেন্তাসের তারকা খেলোয়াড়দের মধ্যে ফেদেরিকো কিয়েসা, পাওলো দিবালার নামও আছে এই তালিকায়।

ইতোমধ্যে শাস্তি হিসেবে ১৫ পয়েন্ট তো কেটেছেই জুভেন্তাসের, সেই সাথে তাদের সাবেক কর্মকর্তা ফ্যাবিও প্যারাতিসিকে আড়াই বছরের জন্য নিষিদ্ধ করেছেন ইতালিয়ান আদালত। যদিও প্যারাতিসি এখন কাজ করছেন ইংল্যান্ডের ক্লাব, টটেনহাম হটস্পার্সের হয়ে। এই নিষেধাজ্ঞা যদি ইতালির বাইরেই কার্যকর হয়, তাহলে প্যারাতিসিকে ছাড়তে হবে টটেনহাম।

শাস্তির বিপক্ষে আপিল করেছে জুভেন্তাস বোর্ড। যদিও রায় বদলানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। উল্টো নিজেদের সাবেক-বর্তমান খেলোয়াড়দের বিপদের মুখেই ফেলে দিয়েছে ইতালির ঘরোয়া লিগের সবচেয়ে সফল এই ক্লাবটি।

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.