ইউক্রেনে ট্যাঙ্ক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি
‘আরেকটি নির্লজ্জ উস্কানি’: যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত
ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্তে এসেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। কিয়েভ আশা করছে, নতুন এ সরঞ্জাম যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে।
বুধবার (২৫ জানুয়ারি) জো বাইডেন প্রশাসন অন্তত ৩০টি এম১ আব্রামস ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিতে পারে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎফও অন্তত ১৪টি লেপার্ড২ ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত খবরটিকে ‘আরেকটি নির্লজ্জ উস্কানি’ বলে মন্তব্য করেছেন।
এই ধরনের চালান কিয়েভের বাহিনীকে দখল হারানো এলাকা পুনরুদ্ধারে সাহায্য করবে বলে মন্তব্য ইউক্রেনের।
ট্যাঙ্ক নিয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানিকে ঘরে-বাইরে অনেক ধরনের চাপ প্রতিহত করতে হচ্ছে। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ন্যাটো সরাসরি পক্ষ হওয়ার বিষয়ে সতর্কতা করেছে বার্লিন।
মঙ্গলবার ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস কুনস জানান, জার্মান কর্মকর্তারা মার্কিন ট্যাঙ্কের ওপর খুবই জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সরঞ্জাম পাঠায় তবে তারা লেপার্ড ট্যাঙ্ক পাঠাবে।
যুদ্ধে জেতার জন্য ইউক্রেনের কাছে পর্যাপ্ত ট্যাঙ্ক নেই। তাদের প্রধান যুদ্ধ ট্যাঙ্কের নাম টি-৭২। এগুলো ৩০ বছরেরও বেশি সময় আগে। এ কারণে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছে ৩০০টির মতো আধুনিক ট্যাঙ্ক চেয়েছে।
এখন দেশগুলো প্রতিশ্রুতি মোতাবেক সরবরাহ করলে আধুনিক ট্যাঙ্ক হবে ১০০ এর মতো। এতে কিয়েভ অনেকটাই এগিয়ে থাকবে। এ ছাড়া যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেন পশ্চিমাদের কাছে আধুনিক যুদ্ধবিমান সরবরাহের দাবি জানিয়ে আসছে। তবে এ বিষয়ে তারা সাড়া পায়নি।