বিদ্যুৎ সংকটের কবলে পড়েছে পাকিস্তান। জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে করাচি, ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারের মতো বড় শহরগুলোও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিপর্যয়ের কারণে সোমবার ভোরে দেশজুড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষ। পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত ১২ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী সকাল ৭টা ৩৪ মিনিটে ন্যাশনাল গ্রিড ফ্রিকোয়েন্সি হারানোয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে সিস্টেমটিকে পুনরুজ্জীবিত করতে কাজ চলছে।
বিদ্যুৎমন্ত্রী খুররুম দস্তগীর জিও টিভিকে বলেছেন, সকালে সিস্টেমটি চালুর সময় দেশের দক্ষিণাঞ্চলে জামশোরো এবং দাদু শহরের মধ্যে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের খবর পাওয়া গেছে। ভোল্টেজের উঠানামা ছিল এবং সিস্টেমগুলো একে একে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি কোনও বড় সংকট নয়।’
কিছু গ্রিড ইতিমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানান খুররুম দস্তগীর।
চার মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এত বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের শিকার হলো পাকিস্তান। এর আগে গত বছরের অক্টোবরে বড় বিপর্যয়ের মুখোমুখি হয় দেশটির বিদ্যুৎখাত। সেসময় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে বৃহত্তম শহর করাচিসহ পাকিস্তানের দক্ষিণাঞ্চল বিদ্যুৎহীন ছিল।