The news is by your side.

বিকিনিতেই আবেদনময়ী দীপিকা:  রং যাই হোক, গেরুয়া  কিংবা সবুজ!

0 116

‘বিল্লু’ ছবির একই গানে পোশাক পরিবর্তন করে অন্য ধরনের বিকিনিতে ধরা দিয়েছিলেন দীপিকা। ইলেকট্রিক ব্লু রংয়ের একটি বিকিনি পরে নাচের কিছুটা দৃশ্য শুট করেছিলেন তিনি। পোশাকের রং বদলের সঙ্গে চুলের মধ্যেও আলাদা করে একই রংয়ের ‘হেয়ার স্ট্রিপ’ লাগিয়েছিলেন তিনি।

শাহরুখ খানের সঙ্গে আরও একটি ছবিতে বিকিনি পরতে দেখা গিয়েছিল দীপিকাকে। ২০১৪ সালে ফারাহ খানের পরিচালনায় মুক্তি পেয়েছিল কমেডি এবং অ্যাকশন ঘরানার ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’।

শাহরুখ এবং দীপিকা ছাড়া ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে কাজ করেছিলেন অভিষেক বচ্চন, বোমান ইরানি এবং সোনু সুদ। এই ছবিতে ‘লভলি’ নাচের দৃশ্যে দীপিকার পারফর্ম্যান্স ছিল চমকপ্রদ।

‘লভলি’ গানের জন্য শুট করার সময় দীপিকা সবুজ রঙের বিকিনি টপ পরেছিলেন। বিকিনি টপের সঙ্গে মানানসই স্কার্ট পরে নাচের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।

‘লভলি’ গানটির দৃশ্যে অভিনয় করার সময় প্রয়োজনমাফিক আবার পোশাক পরিবর্তন করতে হয়েছিল দীপিকাকে। একটি সোনালি রঙের সেকুইন বিকিনি টপে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

২০১২ সালে হোমি আদজানিয়ার পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘ককটেল’ ছবিটি। রোম্যান্স এবং কমেডি ঘরানার সংমিশ্রণে তৈরি হয়েছিল ছবিটি। সইফ আলি খান,ডায়না পেন্টি এবং দীপিকা পাড়ুকোনকে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

‘ককটেল’ ছবিতে দীপিকাকে বেশির ভাগ সময় খোলামেলা পোশাকেই দেখা গিয়েছে।

লাল রঙের একটি বিকিনি পরে ‘ককটেল’ ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছিল দীপিকাকে।

‘ককটেল’ মুক্তি পাওয়ার এক বছর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দম মারো দম’ ছবিটি। রোহন সিপ্পির পরিচালনায় অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা রানা দগ্গুবতী, বিপাশা বসু এবং অভিষেক বচ্চন।

‘দম মারো দম’ নামের পুরনো গানটি নতুন ভাবে উপস্থাপন করা হয় এই ছবিতে। এই ছবিতে অতিথিশিল্পী হিসাবে অভিনয় করেছিলেন দীপিকা। অভিনেত্রীকে এই ছবিতে নাচের দৃশ্যে অভিনয় করতে দেখা যায়।

সাদা রঙের বিকিনি হল্টার টপ পরে ‘দম মারো দম’ গানের দৃশ্যে নেচেছিলেন দীপিকা। বিকিনি টপের সঙ্গে ছিল টাসেল দেওয়া মিনি স্কার্ট।

২০১০ সালে দীপিকা পাড়়ুকোন এবং ইমরান খান অভিনীত ‘ব্রেক কে বাদ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দানিস আসলাম এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন।

‘ব্রেক কে বাদ’ ছবির একটি দৃশ্যে দীপিকাকে সমুদ্রসৈকতের সামনে দিয়ে হেঁটে যেতে দেখা যায়। এই দৃশ্যে বিকিনি পরে ধরা দিয়েছিলেন দীপিকা। ফ্লোরাল প্রিন্টের বিকিনি, হট প্যান্ট এবং সাদা রঙের একটি শ্রাগ পরেছিলেন অভিনেত্রী।

গত বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল শকুন বাত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’ ছবিটি। এই ছবিতে বলিপাড়ার বহু তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদি, নাসিরুদ্দিন শাহ, রজত কপূর, অনন্যা পাণ্ডে এবং ধৈর্য কারওয়া কাজ করেছিলেন এই ছবিতে।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.