The news is by your side.

লস অ্যাঞ্জেলেসে চীনা নববর্ষের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৯

0 117

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গুলির ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১০টায় (বাংলাদেশ সময় রোববার সকাল ৯টা) লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত মন্টেরি পার্ক এলাকায় এ ঘটনা ঘটেছে।

চন্দ্র নববর্ষ উৎসব উপলক্ষে মন্টেরি পার্ক এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। সেখানে এ গুলির ঘটনা ঘটে। খবর- ওয়াশিংটন পোস্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী লস এঞ্জেলেস টাইমসকে বলেন, তিনজন ব্যক্তি দৌড়ে তার রেস্টুরেন্টে ঢুকেন। তারা জানান, মেশিনগান হাতে এক ব্যক্তিকে দেখেছেন। তারা সে সময় রেস্টুরেন্টের দরজা বন্ধ করে দিতে বলেন।

বার্ষিক চন্দ্র নববর্ষ উৎসবে বিপুল সংখ্যক লোক জমায়েত হয়ে থাকে। এর আগে এ উৎসবে লক্ষাধিক লোক সমবেত হওয়ার নজির রয়েছে।

মন্টেরি পার্কের জনসংখ্যা প্রায় ষাট হাজার। এখানে বিপুল সংখ্যক এশিয়ানের বসবাস।

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.