The news is by your side.

১১ বছর পলাতক জঙ্গি নেতা তৌহিদুর গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

0 157

শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। তৌহিদুর রহমান ১১ বছর ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

রোববার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে হিযবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর জঙ্গি তৎপরতা চালাচ্ছিলেন।

তিনি জঙ্গি সংগঠনটির দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

র‍্যাব-২–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. ফজলুল হক জানান, হাজারীবাগ থানার মামলায় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে তৌহিদুরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.