The news is by your side.

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা

0 116

 

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন সানিয়া মির্জারা। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে সানিয়া এবং কাজাখস্তানের আনা ড্যানিলিনার অস্টম বাছাই জুটি হারল ৪-৬, ৬-৪, ২-৬ ব্যবধানে। রবিবারের ম্যাচে সানিয়াদের প্রতিপক্ষ ছিল ইউক্রেনের আনহেলিনা কালিনিনা এবং বেলজিয়ামের অ্যালিসন ভ্যান ইউটভাঙ্ক জুটি।

অস্ট্রেলিয়ান ওপেনের পর পেশাদার টেনিস জীবনকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সানিয়া। সেই অর্থে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামই ভারতের সেরা মহিলা টেনিস খেলোয়াড়ের শেষ প্রতিযোগিতা।

মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হল তাঁকে। তবে অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে তাঁকে দেখা যাবে। রোহন বোপান্নার সঙ্গে জুটি বেধে মিক্সড ডাবলসেও খেলছেন সানিয়া। শনিবার প্রথম রাউন্ডের বাধা টপকেছেন তাঁরা।

রবিবার চেনা ছন্দে দেখা গেল না সানিয়াদের। বেশ কিছু আনফোর্সড এরর করলেন তাঁরা। তিনটি ডাবল ফল্টও করলেন সানিয়ারা। ব্রেক পয়েন্ট কাজে লাগানোর ক্ষেত্রেও তেমন সাফল্য পাননি। ১১টি ব্রেক পয়েন্টের মধ্যে তিনটি জেতেন সানিয়ারা।

দুর্বলতা দেখা গিয়েছে প্রথম সার্ভিসের ক্ষেত্রেও। একাধিক ক্ষেত্রে ব্যর্থতায় ২ ঘণ্টা ১ মিনিট লড়াই করেও ম্যাচ জিততে পারলেন না সানিয়ারা। প্রথম সেট ৪-৬ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সানিয়া-ড্যানিলিনা। ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরান তাঁরা। যদিও তৃতীয় তথা নির্ণায়ক সেটে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি সানিয়ারা। প্রায় এক পেশে লড়াইয়ে ৬-২ ব্যবধানে সেট এবং ম্যাচ জিতে নেয় কালিনিনা-ইউটভাঙ্ক জুটি।

 

Leave A Reply

Your email address will not be published.