The news is by your side.

যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার দানি আলভেস

0 133

যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলের অভিজ্ঞ রাইট ব্যাক এবং পিএসজির ডিফেন্ডার দানি আলভেসকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার তাকে স্পেনের কাতালুনিয়া থেকে গ্রেফতার করা হয়।

৩০ ডিসেম্বর আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক নারী। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেস তাকে স্বল্প বসনা দেখে শরীরে হাত দেন এবং যৌন হয়রানি করেন।

ওই ঘটনায় মামলা করেন ওই নারী। আলভেস সাক্ষ্য নিতে কাতালুনিয়ার থানায় হাজিরা দিয়েছিলেন। জিজ্ঞেসাবাদ শেষে তাকে আটক করা হয়। এখন তাকে আদালতে শুনানির মাধ্যমে জামিন নিতে হবে।

এদিকে, গত সপ্তাহে আতেনা ৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলভোজ বলেছিলেন, ‘আমি সেদিন নাচছিলাম এবং কারও ক্ষতি না করে ভালো সময় কাটাচ্ছিলাম। আমি জানি না এই নারী কে। একজন নারীর সঙ্গে আমি কীভাবে এমনটা করতে পারি? নাহ্‌।’

 

Leave A Reply

Your email address will not be published.