The news is by your side.

ইসরাইলে রাখা অস্ত্র গোপনে ইউক্রেনে পৌঁছে দিচ্ছে যুক্তরাষ্ট্র

0 106

 

ইসরাইলে আমেরিকার জরুরি মজুদ হিসেবে রাখা গোলাবারুদ ইউক্রেনে পৌঁছে দিচ্ছে যুক্তরাষ্ট্র। সিএনএন ও নিউইয়র্ক টাইমসের।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বুধবার কয়েকজন মার্কিন ও ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে কোনো সংঘাত বাধলে তা মোকাবেলার জন্য ইসরাইলে আমেরিকার যে জরুরি গোলাবারুদের মজুদ রয়েছে তা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ রাশিয়াকে মোকাবেলার জন্য ইউক্রেনে পাঠানো হচ্ছে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ওয়াশিংটন এবং তেলআবিব ৩ লাখ গোলা ইউক্রেন পাঠানোর ব্যাপারে রাজি হয়েছে। এর মধ্যে অর্ধেক গোলাই আগে ইউক্রেনে পাঠানো হয়েছে। এসব গোলা ইউরোপে নেয়া হবে এবং চূড়ান্তভাবে তা পোল্যান্ড হয়ে ইউক্রেনে ঢুকবে।

মার্কিন কর্মকর্তারা ঘটনার আড়ালে থেকে ইসরাইল থেকে এসব গোলাবরুদ সংগ্রহ করছেন যাতে চলতি ২০২৩ সালে ইউক্রেনের জন্য পর্যাপ্ত গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা যায়।

চলতি বছর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১০ লাখের কিছু বেশি ১৫৫ মিলিমিটারের কামানের গোলা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। চলমান যুদ্ধে কিয়েভের সেনাদের জন্য আর্টিলারি শেলই এখন প্রধান যুদ্ধ উপকরণ হয়ে দাঁড়িয়েছে।

Leave A Reply

Your email address will not be published.