বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো সুপারিশ নেই বলে জানিয়েছেন সংস্থাটির হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি। আজ বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চার্লস হোয়াইটলি বলেন, নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে ব্যাপক আলোচনা হয়েছে। বিশেষ করে নির্বাচন অনুষ্ঠানে ইসির প্রস্তুতির বিষয়টি নিয়ে। সবাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায়। তাই আমরা ইসির কাছে কোনো সুপারিশ করিনি। তারা তাদের কাজ করবে।
তিনি আরও বলেন, ইইউ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায়। ইসি এ বিষয়ে ইতিবাচক। আমরা মনে করি ইসির কাজ এবং অগ্রগতিতে প্রযুক্তিগত এবং পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আরও আলোচনা করার সুযোগ রয়েছে।
এর আগে, দুপুর সাড়ে ১২টায় নির্বাচন কমিশনের সঙ্গে বিদেশি মিশনের প্রতিনিধিদলের বৈঠক হয়। এতে নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি।