নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে যাত্রা শুরু করেছিল মেয়েরা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও জয় পেতে বেগ পেতে হয়নি। বুধবার যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেটের ভবিষ্যত খ্যাতি পাওয়া দলটি। উঠে গেছে বিশ্বকাপের সুপার সিক্সে।
বুধবার (১৮ জানুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করতে নামে যুক্তরাষ্ট্রের মেয়েরা। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় যুক্তরাষ্ট্র। দলীয় ১১ রানে ১২ বলে ৫ রান করে আউট হন লাস্য মুল্লাপুদি। তার বিদায়ের পর ক্রিজে আসেন স্নিগ্ধা পাল। এরপর তারা উইকেট ধরে খেললেও রান বড় করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলতে পারে ১০৪ রান।
দলটির হয়ে ওপেনার দিশা ডিংগ্রা ২০ রানের ইনিংস খেলেন। তিনে নামা স্নিগ্ধা পাউল সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া ইশানি ১৭ এবং গিতিকা ১৬ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে দিশা বিশ্বাস ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। আফিফা প্রত্যাশা (৭), সুমাইয়া আক্তাররা (১০) এই ম্যাচে বড় সংগ্রহ পাননি। দিলারা আক্তার তিনে নেমে ১৭ করে ফিরে যান। স্বর্ণা আক্তার ২২ রানে আউট হন। এরপর রেবেকা খান ১৮ রান ও মিষ্টি শাহা ১৪ রান করে দলকে জয়ের বন্দরে ভেড়ান।