পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ: ঢাকা-টাঙ্গাইল সড়কে বিক্ষোভ
পুলিশ বলছে , গুজবকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে
গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী। এ সময় পুলিশবক্স ভাঙচুর ও চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রবিউল ইসলাম (৪০)। তার বাড়ি মহানগরের ভোগরা বাইপাস এলাকার পেয়ারাবাগে।
নিহতের স্বজনরা জানান, রবিউল ইসলাম অনলাইনে জুয়া খেলে এই অভিযোগে মঙ্গলবার রবিউলসহ চারজনকে আটক করে বাসন থানা পুলিশ। আটকের পর মঙ্গলবার রাতে তিনজনকে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু সেই রাতেই পুলিশ রবিউলের বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে রবিউল ইসলাম পুলিশের নির্যাতনে মারা গেছে।
এ ঘটনায় বুধবার সকালে বিক্ষোভ করে নিহতের স্বজনরা। এসময় বিক্ষোভকারীরা ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং পুলিশবক্স ভাঙচুর করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু খান বলেন, এটা নিছকই একটি গুজব। এই গুজবকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।