The news is by your side.

চোখের চিকিৎসা ফ্রি: কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0 121

দেশের ৪৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দেশের চার বিভাগের ১৫ জেলায় ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন। গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটসহ কয়েকটি উপজেলা প্রান্তে ভার্চুয়ালি যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

যার মাধ্যমে দেশের সাত বিভাগের ৩৯ জেলার ১৩৫ উপজেলায় সমন্বিত চক্ষু চিকিৎসাব্যবস্থা চালু হয়েছে। এতে দেশের প্রায় ৫ কোটি মানুষ উন্নত চক্ষু চিকিৎসা সেবার আওতায় আসবে।

প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য চিকিৎসা সেবার সঙ্গে অবশ্যই চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে।আমরা চাই দেশের মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পান। এর জন্য চোখের চিকিৎসা ফ্রি করে দিচ্ছি।

অন্যান্য সেবার সঙ্গে অবশ্যই চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে। কারণ, আমাদের এ উদ্যোগের ফলে অনেক অন্ধ মানুষ চোখের আলো ফিরে পেয়েছেন। উপজেলা হাসপাতালগুলোতে চোখের সব ধরনের সমস্যায় সেবা নিতে পারবেন রোগীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার, শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ অনেকে।

 

 

Leave A Reply

Your email address will not be published.