The news is by your side.

গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি: মির্জা ফখরুল

0 124

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা মুক্ত সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ। সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছে। দেশের বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। ১০ দফা আদায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।’

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বড় ব্যর্থতা তারা এ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে৷ দুর্নীতিতে খেয়ে ফেলেছে। বিচার বিভাগকে তারা স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না৷ রাষ্ট্রের সব জায়গায় দলীয়করণ করে ফেলেছে। এ অবস্থার প্রেক্ষিতে বিএনপিসহ অনান্য রাজনৈতিক দলগুলো ১০ দফা কর্মসূচি পালন করছে৷ পুরো জাতি আজকে এ ১০ দফা পালনে নেমেছে।

আওয়ামী লীগের নির্যাতনের মাত্রা যত বাড়ছে মানুষের মনোবল তত দৃঢ় হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই ১০ দফার মাধ্যমে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। প্রতিদিন অত্যাচার নির্যাতন মাত্রা বাড়ছে। যত বাড়ছে নির্যাতনের মাত্রা তত মানুষ আরও দৃঢ় হচ্ছেন, শক্ত হচ্ছেন। দৃঢ়তার সঙ্গে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নামছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক আমানুল্লাহ আমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.