ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের ধীরগতি কমিশনকে উদ্বিগ্ন করে তুলেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার রংপুর সিটি করপোরেশনের ভোটে ব্যাপক ধীরগতির কারণ নিয়ে কথা প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত ওই সভায় সিইসি বলেন, ‘আপনারা ইতোমধ্যে জেনেছে, আমরা কেন সভাটি আহ্বান করেছিলাম। সম্প্রতি রংপুরে সিটি করপোরেশনে যে নির্বাচনটি হয়েছে, নির্বাচন সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে। কিন্তু কিছু সংকটের কথা বলা হয়েছে। মিডিয়ার সুবাদে আমরা তখনই কিছু অভিযোগ পাচ্ছিলাম। যেমন ভোট স্লো হচ্ছে, একটা বড় ধরনের অভিযোগ ছিল। কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টও মিলছিল না।’
তিনি বলেন, ‘কেন ভোট বিলম্বিত হচ্ছে, এ অভিযোগটা এর আগে আমরা কখনো পাইনি। এটা আমাদের খুব উদ্বিগ্ন করে তুলল। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, যারা মিডিয়ার কর্মী হিসেবে সেখানে কাজ করেছেন এবং সেখানে থেকে আমাদের যে নির্বাচন কর্মকর্তারা কাজ করেছেন তাদের সভায় আহ্বান করে ফিডব্যাক নেব।’
সিইসি জানান, সংকটের কিছু কারণ তারা শনাক্ত করতে পেরেছেন। তবে সব কারণ তারা এখনো জানতে পারেননি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের এখানে টেকনিক্যাল এক্সপার্ট যারা ছিলেন, মিডিয়া কর্মী যারা ছিলেন, তারা রিয়েল ফ্যাক্টটা তুলে ধরেছেন যে বিলম্ব হয়েছে। এখন টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গে কথা বলব যে, কেন বিলম্ব হলো, কেন মিলল না। তবে ফিঙ্গারপ্রিন্ট মেলে নাই এটা আমি বলেছি— না মেলার ঘটনা খুব বেশি ঘটেনি। কিন্তু বিলম্ব হয়েছে। বিলম্ব অনেক কারণেই হতে পারে। আমরা এখনো বিষয়গুলো সঠিকভাবে জানি না। আমরা গভীরভাবে চিন্তা করব, পরীক্ষা-নিরীক্ষা করে নিরূপণ করার চেষ্টা করব।’
Comments are closed.