গানের দৃশ্যায়নের সঙ্গে বাস্তবের মিল পেয়েছিলেন। তাই সেই সুযোগ হাতছাড়া না করে ‘পাঠান’ ছবির বিতর্কিত গানটির সঙ্গে একটি রিল তৈরি করেন দেবলীনা।
সামনে দিগন্তবিস্তৃত জলরাশি। খোলা আকাশ আর সমুদ্রের নীল যেন মিলেমিশে একাকার। সমুদ্রতটে গায়ে রোদ মাখছেন দেবলীনা কুমার। তাঁর পরনে বিকিনি। আর সেখানেই মজলেন ‘পাঠান’-এর ম ‘বেশরম রং’-এর আমেজে।
ছবিতে গানের দৃশ্যায়নের সঙ্গে বাস্তবের মিল পেয়েছিলেন। তাই সেই সুযোগ হাতছাড়া না করে ‘পাঠান’ ছবির বিতর্কিত গানটির সঙ্গে একটি রিল তৈরি করেন দেবলীনা। অভিনেত্রীর নাচ দেখে বরাবরের মতো মুগ্ধ তাঁর অনুরাগীরা। ‘রঙ্গবতী’কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। তবে প্রশংসা যেমন আছে, তেমনই আছে কটাক্ষ।
দেবলীনার পোস্টের কমেন্ট বক্সে জনৈকের টিপ্পনি, ‘ইনি কিন্তু এক সময়ে ভোটে দাঁড়াবেন। ভাবা যায়।’ সেই তির্যক মন্তব্যকে যদিও বিশেষ গুরুত্ব দেননি দেবলীনা। রসিকতার সুরে তিনি লেখেন, ‘ ভাবুন ভাবুন। ভোটটা দেবেন কিন্তু।’
অন্য জন আবার দীপিকার সঙ্গে তাঁর তুলনা টেনে লিখেছেন, ‘ভাল হয়নি। দীপিকাকে এই গানে আপনার তুলনায় ৫০ গুণ বেশি সাহসী লেগেছে।’ এই মন্তব্যের উত্তরে দেবলীনা লেখেন, ‘সেটাই স্বাভাবিক। আমি দীপিকা নই।’
দেবলীনার সোজাসাপ্টা উত্তরে খুশি তাঁর অনুরাগীরাও। তবে এই প্রথম নয়। অতীতেও একাধিক বার নেটমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী।