The news is by your side.

‘চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার জিতলেন মেসি

0 120

 

ফরাসি গণমাধ্যম লে’কিপের ২০২২ সালের ‘চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি। ১১ বছরের মধ্যে এই প্রথম কোনো ফুটবলার পুরস্কারটি জিতলেন। এই ১১ বছরে দুটি বিশ্বকাপ হয়েছে, কিন্তু কোনো ফুটবলার জেতেননি এ পুরস্কার।

পুরস্কারটি জিততে মেসি পেছনে ফেলেছেন ২০২২ সালে দুটি গ্র্যান্ড স্লাম (অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন) জেতা রাফায়েল নাদালকে।

লে’কিপ এই বিশেষ পুরস্কার দিয়ে থাকে সম্পাদকীয় বিভাগের সাংবাদিকদের ভোটে। নির্বাচনের র‌্যাঙ্কিং করা হয় গোপন ব্যালটে ভোটের ভিত্তিতে। ভোট দেয়ার সবশেষ তারিখ ছিল ২০ ডিসেম্বর। প্রত্যেক সাংবাদিকের সামনে মনোনীত অ্যাথলেটদের মধ্যে পাঁচজনকে বেছে নেয়ার সুযোগ ছিল। সাংবাদিকের ব্যালটে প্রথম হওয়া খেলোয়াড় পান ৬ পয়েন্ট, দ্বিতীয় খেলোয়াড় পান ৪ পয়েন্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম খেলায়াড় পান যথাক্রমে ৩, ২ ও  ১ পয়েন্ট।

ভোটে এমবাপ্পে ৩৮১, নাদাল ২৮৫ ও করিম বেনজেমা ১৯৫ পয়েন্ট পেয়েছেন। মেসির নামের পাশে পয়েন্ট ৮০৮। সবশেষ ফুটবলার হিসেবে কাকতালীয়ভাবে ১১ বছর আগে লে‘কিপের এই পুরস্কার জিতেছিলেন মেসিই।

১৯৪৬ সাল থেকে ফ্রান্সের সব খেলার মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচন করে আসছে সেই লে’কিপ। ১৯৭৫ সাল থেকে আরও একটি পুরস্কার সংযোজন করে তারা। ফ্রান্সের সেরা খেলোয়াড়ের সঙ্গে তারা দিতে শুরু করে ‘চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার। এর মানে বিশ্বের সব খেলার সেরাদের মধ্যে সেরা খেলোয়াড়ের মুকুট। সেই মহার্ঘ্য জিতলেন লিওনেল মেসি।

Leave A Reply

Your email address will not be published.