The news is by your side.

অধিনায়ক থেকে ‘নায়ক’ হতে চান সাকিব আল হাসান!

0 130

দিন দিন বাড়ছে আইপিএলের জনপ্রিয়তা। অন্য দিকে, ঘটা করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হলেও প্রতি বছরই সেখানে দেখা যায় অব্যবস্থা। সেই নিয়ে আবার দেশের বোর্ডের (বিসিবি) তীব্র সমালোচনা করলেন সাকিব আল হাসান।

বাংলাদেশের অধিনায়ক এই প্রসঙ্গে তুলে এনেছেন বলিউডি সিনেমা ‘নায়ক’-এর প্রসঙ্গ। জানিয়েছেন, সিনেমার চরিত্রের মতোই তাঁকে কোনও বড় দায়িত্ব দেওয়া হলে সব ঠিক করে দেবেন।

‘নায়ক’ সিনেমায় মূল চরিত্র শিবাজি রাওকে (অনিল কপূর) রাজ্যের মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ জানিয়েছিলেন এক দিনের জন্য তাঁর চেয়ারে বসে সব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। সেই প্রসঙ্গ তুলে সাকিব বলেছেন, “যদি ওরা আমাকে বাংলাদেশ বোর্ডের সিইও করে, তা হলে সব ঠিক করতে আমার এক-দু’মাস সময় লাগবে। আপনারা সবাই নায়ক সিনেমা নিশ্চয়ই দেখেছেন?

যদি কিছু করতে চান, তা হলে এক দিনেই সেটা সম্ভব। আমি ঠিক সময়ে ক্রিকেটারদের ড্রাফট এবং নিলাম করব এবং ফাঁকা সময়ে বিপিএল আয়োজন করব। সব রকমের আধুনিক প্রযুক্তি থাকবে। উচ্চমানের সম্প্রচারের পাশাপাশি হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে।”

বিপিএল শুরু হওয়ার পর দশ বছর কেটে গিয়েছে। এখন খেলে সাতটি দল। তবু সেই প্রতিযোগিতা নিয়ে পেশাদারিত্বের অভাব রয়েছে প্রচুর। প্রতি বছরই কোনও না কোনও সমস্য দেখা দেয়। এ বারও তার ব্যতিক্রম নয়। ফলে চুপ না থেকে গর্জে উঠেছেন বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটশিকারি সাকিব।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.