The news is by your side.

নাটকীয়তার অবসান, রাজের কাছেই ফিরে গেলেন  পরীমনি

0 163

 

নিজস্ব প্রতিবেদক

থার্টি ফার্স্ট নাইট থেকে রহস্য, নাটকীয়তা, উত্তেজনা, পরস্পর কাদা ছোড়াছুড়ি ভুল বোঝাবুঝি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে , এমনকি মূলধারা গণমাধ্যমে  রীতিমত তোলপাড়  ঢাকাই সিনেমার  নন্দিত অভিনেতা শরিফুল রাজ এবং  আবেদনময়ী নায়িকা পরীমনিকে ঘিরে।

বিচ্ছেদের কালো মেঘ  হাতছানি দিচ্ছিল পরীমনি এবং রাজের ভাগ্যাকাশে।  যাই হোক অবশেষে কালো মেঘ কেটে গেল। অবসান ঘটল ভুল বোঝাবুঝির।  রাজ এবং রাজ্যের কাছেই,  ফের ঠিকানা খুঁজে নিলেন  শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি।

শরীফুল রাজের ঘরে ফিরে গেছেন পরীমনি। জানিয়েছেন শিরিন শিলা। শিলা কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ যুগল শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। এসময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।,

বুধবার দিবাগত রাতে শিরিন শিলা পোস্ট শেয়ার করে লিখেছেন, অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য।  যারা পরীমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিল তারা বিষ খেয়ে মরে যাও কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক। ,

এর আগে পরীমনি বিচ্ছেদের ঘোষণা দিয়ে রাজের বাসা থেকে বের হয়ে যান। নতুন বছরের প্রথম প্রহরে রবিবার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন নায়িকা। তিনি লেখেন—‘শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন। ’,

এর মধ্যে রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটে আবার পরীমনি তার নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন।

এদিকে পরীমনির এই চলে যাওয়ার পেছনে গডফাদারের ইন্ধন দেখছেন শরীফুল রাজ। মঙ্গলবার ভোরে শরীফুল রাজ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং।

আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’ এর অর্থ কী? এ ঘটনার নেপথ্যে কোনো গডফাদার রয়েছেন? নাকি শরীফুল রাজ কোনো গডফাদারের হুমকি পেয়েছেন? চলচ্চিত্রে এমন ঘটনা নিত্যই ঘটে। অভিনেতা সালমান শাহর মৃত্যুর পেছনেও গডফাদারের হাত রয়েছে বলে এখনো অনেকে মনে করেন!

 

Leave A Reply

Your email address will not be published.