The news is by your side.

বিশ্ব চ্যাম্পিয়ন মেসিকে ‘গার্ড অব অনার’ দিয়ে বরণ করল পিএসজি

0 140

 

৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধূলি বেলায় তার হাতের স্পর্শ পেয়েছে বিশ্বকাপ ট্রফিটা। বিশ্বকাপ জয়ের পর নিজ দেশে ফিরে এতদিন ছুটি কাটিয়েছেন মেসি।

বিশ্বকাপ ফাইনালের ঠিক১৭ দিন পর ‘এলএমটেন’ ফিরেছেন তার নিজ ক্লাব পিএসজিতে।

কালো টি–শার্ট, প্যান্ট, গায়ে চাপানো ধূসর জ্যাকেট ও সাদা কেডস পায়ে কালো গাড়ি থেকে নেমে ছোট ছোট পায়ে এগিয়ে আসছেন লিওনেল মেসি। ও হ্যাঁ, হাতে তিনটি ছোট ব্যাগও কিন্তু আছে। গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে আসতেই চোখে–মুখে পড়তে দেখা গেল ক্যামেরার ফ্ল্যাশ। স্বাগত জানাতে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, তাঁদের সঙ্গে হাসিমুখে হাতও মেলালেন ‘এলএম টেন।’

ক্লাবের ডেরায় পা রাখার পর হাস্যোজ্জ্বল মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নিয়েছেন তার সতীর্থরা।

প্যারিসে এর আগেও অনেকবার ছুটি কাটিয়ে ফিরেছেন মেসি, তবে এবার ফিরলেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে।

আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে পিএসজির আয়োজন ছিল বেশ। অনুশীলনে নামার সময় মেসিকে দুই পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার দিয়ে বরণ করে নিয়েছে সতীর্থরা। তখন মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারকও। পরে স্মারক হাতে ছবিও তুলেছেন মেসি। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছে পিএসজি।

মেসিকে স্বাগত জানাতে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিল তারকা নেইমার। তিনিও বন্ধু মেসিকে বরণ করে নেন। বিশ্বকাপ জয়ের পর টুইট করে মেসিকে অভিনন্দনও জানিয়েছিলেন নেইমার। কিন্তু ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। কারণ, মেসি ছুটি কাটিয়ে ক্লাবে ফেরার দিনে ছুটিতে গেছেন এই ফরাসি সুপারস্টার।

Leave A Reply

Your email address will not be published.