পরীমনি ও শরীফুল রাজ ইস্যু যেন থেমেও থামছে না। দুজন দুজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। কাগজ–কলমে সম্পর্ক ছিন্নের ব্যাপারটা এখন শুধুই আনুষ্ঠানিকতা। দুজনের কারও সঙ্গে কারও কোনো কথা হচ্ছে না। তাই বলে থেমেও থাকছেন না দুজন। একে অপরকে ইঙ্গিত করে বলছেন নানা কথা।
শুরুতে নিজেদের মধ্যকার সম্পর্ক ভাঙার ইঙ্গিত এসেছিল পরীমনির কাছ থেকে। চুপচাপ ছিলেন শরীফুল রাজ।
তার ব্যক্তিগত ফোন নাম্বারেও পাওয়া যাচ্ছিল না তাকে। রাজ এবার সরব হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে নিজের ফেসবুকে আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন রাজ। লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’
রাজের এমন সরাসরি বক্তব্যের অর্থ খোঁজার চেষ্টা করছে চলচ্চিত্রাঙ্গন। তাহলে কি রাজ তাদের এ সম্পর্কের পিছনে তৃতীয় কোনো পক্ষকে দায়ী করছেন? কোন গডফাদার তাকে হুমকি দিয়েছে? তিনিই বা কাকে পাল্টা জবাব দিলেন? এমন অনেক প্রশ্নের জবাব খুঁজতে ফোন করা হয় শরিফুল রাজকে। গেলো তিন দিন ফোনে পাওয়া গেলেও মঙ্গলবার আর পাওয়া যায়নি। হয়তো তিনি আর এ বিষয় নিয়ে কথা বাড়াতে চান না।
রাজের নতুন পোস্ট থেকে ধারণা করা যায় সংসার ভাঙার জন্য তিনি গডফাদারদের দিকে আঙুল তুলেছেন।
মূলত পরীকে বিপথে বা ভুলপথে চালাচ্ছেন অন্য কেউ। একজন বা একাধিক। তাদেরকেই গডফাদার হিসাবে আখ্যায়িত করেছেন রাজ। যদিও তিনি কোন বিষয়ে এমন পোস্ট দিয়েছেন সেটা স্পষ্ট করেননি। মোবাইল ফোনে জানতে চাইলেও সেটা বলেননি। তবে তার এমন নেতিবাচক পোস্ট স্পষ্টতই ধারণা দেয়, পরী কোনো একটা সিন্ডিকেটের নির্দেশে চলছেন এবং তাদের কাছ থেকে পরীর পক্ষ নিয়ে হুমকিও পাচ্ছেন।