The news is by your side.

পাকিস্তানে প্লাস্টিক ব্যাগে বিক্রি করা হচ্ছে রান্নার গ্যাস

0 104

পাকিস্তানে চলছে চরম অর্থনৈতিক সংকট। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। দেশটিতে দেখা দিয়েছে এলপিজির ঘাটতি। সহজে পাওয়া যাচ্ছে না গ্যাসের সিলিন্ডারও। এমন অবস্থায় অনেকেই প্লাস্টিকের ব্যাগে করে রান্নার জন্য এলপিজি কিনছেন।

দেশটির সাধারণ নাগরিক বড় বড় বেলুনের মতো প্লাস্টিকের ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে রান্নার গ্যাস। যা থেকে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দুই ব্যক্তি। তাদের হাতে বড় কয়েকটি প্লাস্টিকের ব্যাগ। সেগুলো ভর্তি করা হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি দিয়ে। দেখে মনে হচ্ছে যেন বড় গ্যাস বেলুন হাতে নিয়ে হাঁটছেন তারা। ভিডিওটি পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ধারণ করা।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওই দুই ব্যক্তির মতো অনেককেই  প্লাস্টিকের ব্যাগে করে এলপিজি ভরে নিয়ে যেতে হচ্ছে।

প্লাস্টিকের ব্যাগগুলো বিশেষভাবে তৈরি। তাতে নজেল ও ভাল্ব লাগানো রয়েছে। এক একটি ব্যাগে ৩-৪ কেজি গ্যাস ভরা হয়। সেই গ্যাস ভরতে এক ঘণ্টা সময় লাগছে বলে ওই প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে।

তবে এভাবে সিলিন্ডারের বদলে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরার প্রক্রিয়া কতটা বিপজ্জনক তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, গ্যাসভর্তি ওই প্লাস্টিকের ব্যাগগুলো এক একটি শক্তিশালী বোমার মতো।

Leave A Reply

Your email address will not be published.