বিশ্বজুড়ে চলমান নভেল করোনাভাইরাসের মধ্যেই পণ্য রফতানিতে রেকর্ড করেছে বাংলাদেশ। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে রফতানি আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ, যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেশি।
সোমবার প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রফতানি আয়ের হালনাগাদ থেকে এমন তথ্য জানা গেছে। ২০২২ সালের ডিসেম্বরে ৫৪২ কোটি ১০ লাখ ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। সেই হিসাবে, রফতানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ১ দশমিক শূন্য ৩ শতাংশ কম। তবে সদ্যবিদায়ী ডিসেম্বর মাসের রফতানি রেকর্ড ছাড়িয়ে গেছে।
বৈশ্বিক সংকটের মধ্যে রফতানি আয়ে রেকর্ডের পর রেকর্ডে বিস্ময় প্রকাশ করেছেন দেশের অর্থনীতিবিদ ও রফতানিকারকরা। তারা বলছেন, এই রফতানি আয়ের উল্লম্ফনের ওপর ভর করেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি।
ইপিবির তথ্যমতে, ২০২২ সালের ডিসেম্বর মাসে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার রফতানি আয় হয়েছে। যা এক মাসের সর্বোচ্চ রফতানি আয়। এর আগে ২০২১ সালের একই সময়ে ৪৯০ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার রফতানি আয় করে বাংলাদেশ। সেই হিসাবে ২০২২ সালের ডিসেম্বরে রফতানি আয় আগের বছরের একই মাসের চেয়ে ৯ দশমিক ৩৩ শতাংশ বেশি। এর আগে নভেম্বরে প্রথমবারের মতো এক মাসের রফতানি আয় ৫০০ কোটির ঘর ছাড়িয়েছিল।
ইপিবির তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট ২ হাজার ৭৩১ কোটি ১২ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। এটি আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি।
এছাড়া রফতানি আয়ের বড় উৎস তৈরি পোশাক খাতে অর্থবছরের প্রথম ৬ মাসে ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। খাতটি গত জুলাই থেকে ডিসেম্বর মাসে ২ হাজার ২৯৯ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য রফতানি করেছে।