The news is by your side.

ডিসেম্বরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ, প্রবাসীরা পাঠালেন ১৭০ কোটি ডলার

0 139

 

নভেম্বরের পরে ডিসেম্বের মাসেও বেড়েছে প্রবাসী আয়। সদ্য সমাপ্ত বছরের শেষ মাসে রেমিট্যান্স এসেছে ১৭০ কোটি ডলারের। যা আগের মাসের চেয়ে ১০ কোটি ডলার বেশি। নভেম্বরে প্রবাসীরা ১৫৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

আজ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) ৬ মাসে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৩ কোটি ৯৫ লাখ টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে দেশে ২৫ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ডিসেম্বরে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪০ কোটি ৭৬ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

Leave A Reply

Your email address will not be published.