The news is by your side.

২০২২ সাল:  দুঃস্বপ্নে কেটেছে বলিউড তারকা অক্ষয় ও জ্যাকুলিনের

0 143

সংলাপ, সিনেমার নাম, গল্প, গান, পোস্টার থেকে শুরু করে চলতি বছর এমন বিষয় নেই, যা নিয়ে বিতর্ক হয়নি। তবে আমির খানের ‘লাল সিং চাড্ডা’কে ঘিরে বর্জনের ডাক যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। অভিনেতার পুরোনো মন্তব্যকে কেন্দ্র করে ছবিটির বিরুদ্ধে রীতিমতো বিক্ষোভ হয়েছে।

অক্ষয় কুমার

বলিউডের অন্যতম আন্ডাররেটেড হিরো অক্ষয় কুমার। অসংখ্য সিনেমায় দুর্দান্ত অভিনয় করেও পুরস্কারের ঝুলিতে খুব বেশি কিছু নেই। ২০১২ থেকে ২০১৯ অক্ষয়ের বেশির ভাগ সিনেমাই ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। তবে চলতি বছর তার চারটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়, একটি ওটিটিতে। দুঃখজনকভাবে, সবকটি সিনেমাই ব্যর্থ হয়।

জ্যাকুলিন ফার্নান্দেজ

২০২২ সালে খবরের শিরোনামে মোটামুটি নিয়মিত ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। অর্থ কেলেঙ্কারি ও ইডির তদন্তের মুখোমুখি হয়ে সমালোচনার শিকার হয়েছেন বহুবার। সুকেশের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের।

তার নামে অভিযোগপত্র জমা পড়েছে, সাত কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, দফায় দফায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এমনকি অসুস্থ মাকে দেখতে ভারতের বাইরে যাওয়ার অনুমতি পাননি তিনি। সব মিলিয়ে চলতি বছরটা দুঃস্বপ্নের মতোই কেটেছে এই অভিনেত্রীর।

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.