চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের উপনির্বাচনে চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি (মাহি) দলীয় প্রার্থী হতে ফরম নিতে চান। চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন করতে চান। তার বাড়ি সেখানে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ওর (মাহি) পরিবার তো আওয়ামী লীগের পরিবার। তিনিও আওয়ামী লীগ করেন। ঠিক আছে ফরম সংগ্রহ করুক।
ওই অভিনেত্রী আওয়ামী লীগের প্রার্থী হওয়ার সম্ভাবনার বিষয়ে কাদের বলেন ‘প্রার্থী হচ্ছেন কিনা, বলতে পারব না। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হচ্ছে।