বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, প্রবীণ আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে অবস্থা অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান পরিবারের বরাত দিয়ে বলেন, গত মঙ্গলবার হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হন খন্দকার মাহবুব। পরে তাকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন নেওয়ার জন্য তাকে ভেন্টিলেশনের সাপোর্ট নিতে হচ্ছে।
খন্দকার মাহবুবের আরোগ্য কামনায় দোয়া চেয়েছে তার পরিবার ও দলের পক্ষ থেকে।
কয়েক মাস আগেও তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।