The news is by your side.

দক্ষিণ সুদানে জাতিগত সংঘর্ষে নিহত ৫৬

0 126

 

দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় জংলেই রাজ্যে চার দিনের জাতিগত সংঘাতে ৫৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। নুয়ের সম্প্রদায়ের তরুণরা আরেকটি সম্প্রদায়ের ওপর হামলা চালালে এই সংঘাত বাধে।

সংঘর্ষে নুয়েরদের লোকজনই বেশি হতাহত হয়েছে, বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন গ্রেটার পিবোর প্রশাসনিক এলাকার সরকারি কর্মকর্তা আব্রাহাম কেলাং।

২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা পাওয়া দক্ষিণ সুদানে দশকের পর দশক ধরে জমি ও গবাদিপশু নিয়ে সম্প্রদায়গুলোর মধ্যে প্রাণঘাতী বিবাদ ও সংঘর্ষ চলে আসছে।

কেলাং জানান, শনিবার (২৪ ডিসেম্বর) সশস্ত্র নুয়ের যুবকরা গুমুরুক ও লিকুয়াঙ্গোল এলাকায় মুরলে সম্প্রদায়ের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ এখনও চলছে। মৃতদের মধ্যে ৫১ জন নুয়ের সম্প্রদায়ের, মাত্র ৫ জন মুরলে সম্প্রদায়ের।

দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউএনএমআইএসএস) কয়েকদিন আগে সতর্ক করেছিল, নুয়ের সম্প্রদায়ের যুবকরা মুরলে সম্প্রদায়ের উপর সম্ভাব্য আক্রমণের প্রস্তুতিতে একত্রিত হচ্ছে।

সর্বশেষ তারা জানিয়েছে, ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ও আশপাশে টহল বাড়ানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.