টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রী হবার পাশাপাশি তিনি আবার তৃণমূলের সংসদ। অভিনয় ও রাজনীতি দুটো কাজই বেশ সামলে নিয়েছেন মিমি।
তার লাস্যময়ী লুকসে ফিদা লাখো পুরুষ হৃদয়। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী, সাড়ে ২৫ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে তার ইনস্টাগ্রামে। সুযোগ পেলেই নিজের লাস্যময়ী রূপের ছবি ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর মিমির ছবি মানেই তা শেয়ার হবার পর নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে।
বড়দিনের আমেজ নেটপাড়ায়। এর মধ্যেই লাল পরী হয়ে সোশ্যালে ধরা দিলেন অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পেয়েছে খেলা যখন। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। ছবিটি মুক্তি পাওয়ার বেশ কিছু সময় আগে থেকেই জোর কদমে প্রচার করেছেন এই ছবির। সম্প্রতি ইনস্টাগ্রামে অসাধারণ একটি শাড়িতেও ছবি শেয়ার করেছেন মিমি চক্রবর্তী।
আসলে, খেলা যখন ছবির প্রিমিয়ারে এই শাড়ি পরে তিনি গিয়েছিলেন। প্রিমিয়ার লুক শেয়ার করেছেন। শাড়িতে দুর্দান্ত দেখাচ্ছে মিমিকে। আর সিকুইন শাড়িটি পরে চমৎকার পোজও দিয়েছেন তিনি। আপনি যদি তাঁর এই ছবি একবার দেখেন, আর কিন্তু চোখ ফেরাতে পারবেন না।
কিছুদিন আগেই আরব দেশে গিয়েছিলেন অভিনেত্রী, সেখান থেকেই কিছু ছবিও শেয়ার করেছিলেন। ছবিতে কখনো ধূ ধূ মরুভূমিতে দাঁড়িয়ে পোজ দিয়েছিলেন তো কখনো মরুদ্যানে হাজির হয়ে বোল্ড ছবি শেয়ার করেছিলেন। অভিনেত্রীর বোল্ড ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।
তবে, অভিনেত্রী ট্রাডিশনাল হোক বা ওয়েস্টার্ন উভয় পোশাকেই নিজেকে দারুন ভাবে মানিয়ে নিতে পারেন।
কখনো শাড়ি পরেই কিলার লুকস নিয়ে হাজির হন, তো কখন আবার বোল্ড পোশাকে ওয়েস্টার্ন বিউটি রূপে ধরা দেন।