শাড়ি থেকে পশ্চিমী পোশাক সবেতেই নিজেকে ফুটিয়ে তুলতে পারেন তিনি। টলিউড থেকে বলিউড জনপ্রিয়তা তার গোটা দেশ জুড়ে। কলকাতায় থাকলেও মুম্বাই ধীরে ধীরে তার ঠিকানা হয়ে উঠছে তার। তিনি আর কেউ নন, তিনি হলেন স্বস্তিকা মুখার্জি । একের পর এক ছবিতে দুর্দান্ত অভিনয়ে সকলকে চমকে দিচ্ছেন তিনি।
মাঝেমধ্যে বাংলা ছবিতে দেখা গেলেও হিন্দি ছবি ও ওয়েব সিরিজে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন স্বস্তিকা। এছাড়া সমস্ত রকম চরিত্রে দিব্যি মানিয়ে যান তিনি। সম্প্রতি ৪২ বছরে পা দিলেন অভিনেত্রী। কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই। যদিও সাহসী অভিনেত্রী হিসেবে তার নাম রয়েছে।
নিজেকে নানান চরিত্রে মেলে ধরেন তিনি। কখনও বোল্ড অবতারে আবার কখনও বাঙালিয়ানায় নিজেকে ধরা দেন নায়িকা। তার কাজে লাস্যময়ী রূপে ক্লিভেজ উন্মুক্ত হওয়া তার কাছে কোনো ব্যাপায় নয়। তার বোল্ড অবতারে ঘুম উড়ে যায় ভক্তদের। এর পাশাপাশি তিনি নিজের মতন থাকতে ভালোবাসেন।
আর তা নিয়ে বরাবর তার প্রতিবাদী কন্ঠ সামিল হয়েছে মেয়েদের পক্ষে। নিজেকে নিজের মতন করে ভালোবাসেন তিনি। তাই মাঝেমধ্যে বিতর্ক দেখা যায়। তবে তাতে বিশেষ পরোয়া করেন না তিনি। সম্প্রতি তার একটি ছবি মুক্তি পেয়েছে। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘কালা’।