The news is by your side.

যেমন চরিত্রে নিজেকে দেখতে চাই, তেমনই প্রস্তাব পেয়েছি:  দিয়া মির্জ়া

0 116

মন ফুরফুরে দিয়া মির্জ়ার। যেটুকু সুযোগ-সুবিধা পেয়েছেন তা অনেক, মনে করছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে সব কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের পরিবেশ প্রতিনিধি দিয়া। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘ভিড়’-এ।

৪১ বছরের দিয়া বললেন, “আমার ভাগ্য ভাল। যেমন চরিত্রে নিজেকে দেখতে চাই, তেমনই কাজের প্রস্তাব পেয়েছি। পছন্দ মতো ছবির অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। চরিত্রের মধ্যে দিয়ে সত্যিকারের অবদান রাখতে পারব। বেশ কিছু গুরুত্বপূর্ণ সংলাপ রয়েছে, যা জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর আমি সব সময় মনে করি, সিনেমা এক শক্তিশালী মাধ্যম, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”

দিয়ার মতে, বিষয়বস্তু ভাল হলেই কাজ করতে ইচ্ছে করে। শুধুমাত্র একটি ভাল ছবির জন্যই সন্তানদের ছেড়ে দূরে থাকার যন্ত্রণা সহ্য করা যায়। দিয়ার কথায়, “ওরা বড় হয়ে ছবিটা যখন দেখবে, তার মূল্য বুঝতে পারবে।”

‘ভিড়’ ছাড়াও তরুণ দুদেজার নতুন ছবি ‘ধক ধক’-এ রয়েছেন দিয়া। সে ছবির সব চরিত্রই নারী। হাতে রয়েছে আরও একগুচ্ছ কাজের প্রস্তাব, যেগুলির মধ্যে বেশির ভাগই পছন্দ হয়েছে দিয়ার।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.