‘সেলফি কুইন’ হিসেবে পরিচিত কেট শর্মাকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়, সেই সময় তাঁর ইনস্টাগ্রামের একাধিক ছবিও ভাইরাল হতে শুরু করে।
পাঠানের বেশরম রং মুক্তি পাওয়ার পর তা নিয়ে যখন জোর চর্চা শুরু হয়, সেই সময় কেট শর্মাকে দেখা যায় ওই গানের ধুনে কোমর দোলাতে।
কেটের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, তাতে ভিউজ হয় ১০০ মিলিয়ন।
কেট শর্মার একাধিক বোল্ড ফটোশ্যুট নিয়ে জোর চর্চা শুরু হলেও, অভিনেত্রীকে কখনও সমালোচনা নিয়ে মাথা ঘামাতে দেখা যায়নি। কেট শর্মার ছবি কাঁপিয়ে দিয়েছে ইন্টারনেট জগৎ। তিনি নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।
জমা হচ্ছে একের পর এক লাইক আর কমেন্ট। অভিনেত্রী কেট শর্মা এখন নেটদুনিয়ায় বেশ পরিচিত মুখ হয়ে উঠছেন।
সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েই নিজের কেরিয়ার গড়তে শুরু করেছিলেন কেট। পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে মিটু অভিযোগ আনার পর থেকে আইও বেশি চর্চায় এসেছিলেন অভিনেত্রী।
অভিনেত্রীর ফ্যাশন নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রতিবারই যেন তিনি নতুন করে ফিরে আসেন। সৌন্দর্য এবং পোশাক মিলে তৈরি হয়েছে মায়া।