The news is by your side.

শীতকালীন পার্টিতে শ্রাবন্তীর লিটল ব্ল্যাক ড্রেস

0 125

ইনস্টাগ্রামে শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটি ছোট্ট কালো ড্রেস পরে ছবি শেয়ার করেছেন। এই ড্রেসে দুর্দান্ত দেখাচ্ছে অভিনেত্রীকে। সবার জন্যে সেট করেছেন স্টাইলিং গোলস।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই লুক দেখে ফ্যাশন টিপসও নোট করতে পারেন আপনি। এই শীতকালীন পার্টিতে কী ধরনের ড্রেস পরলে সবাই আপনার দিকে ঘুরে ঘুরে তাকাবে, তার উদাহরণ আপনি পেয়ে যাবেন অভিনেত্রীর এই লুক দেখলেই।

লিটল ব্ল্যাক ড্রেস যে একদমই পার্টি পার্ফেক্ট! আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় কিন্তু এই ধরনের ড্রেসই বেছে নিয়েছেন। বর্তমানে ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে এই ধরনের আউটফিট। আপনি যদি ফ্যাশনিস্তা হন, তবে আপনার সংগ্রহে থাকবেই এই ধরনের আউটফিট।

এই শীতকালীন পার্টিতে এই ধরনের ড্রেস পরতেই পারেন। আউটডোর পার্টি হলে এই ধরনের পোশাক না পরতেও পারেন। কারণ, ঠান্ডায় কষ্ট হবে। তবে ইনডোর পার্টিতে বেশ জমে যাবে এই ড্রেস। কালো রঙের এরকম বডিকন ড্রেস শুধুই চোখ ধাঁধানো নয়, আকর্ষণীয়ও বটে।

ড্রেসটি ছিল ফুল স্লিভ। তবে এর সঙ্গে একটি ডিপ প্লাঙ্গিং নেকলাইন যোগ করা হয়েছিল। কালো ড্রেসটি পরে বেশ দেখাচ্ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। নিজের টোনড পা ফ্লন্ট করার কোনও সুযোগ হাতছাড়া করেননি অভিনেত্রী। শ্রাবন্তীর সম্পূর্ণ লুকটিও ছিল দেখার মতো।

যাতে দারুণ দেখাচ্ছিল তাঁকে। চুল খোলাই রেখেছিলেন অভিনেত্রী। গলায় পেনডেন্ট নেকপিস পরেছিলেন। এতে শ্রাবন্তীর সৌন্দর্য আরও বেশি চোখে পড়ছিল। তাঁর লুককে কমপ্লিমেন্ট দিচ্ছিল এই নেকপিসটি। এদিকে তিনি কালো পাম্প হিলস পরেছিলেন। যা সত্য়িই বারবার নজর কেড়েছিল।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই ড্রেসটি ছিল থাই লেন্থ। শর্ট ড্রেসটি বডিকন প্যাটার্নে রাখা হয়েছিল। তাই এই ড্রেসটি শ্রাবন্তীর ফিগারকে কমপ্লিমেন্ট দিয়েছিল।

তাঁর কার্ভলাইনকেও হাইলাইট করেছিল। দারুণ দেখাচ্ছিল তাঁকে। এই কালো ড্রেসে দুর্দান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। হট লাগছিল বেশ। সবার জন্যেই ফ্যাশন গোলস সেট করেছিলেন অভিনেত্রী।

 

Leave A Reply

Your email address will not be published.